রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‎রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩০, ১৮ জানুয়ারি ২০২৬

‎রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) কাঞ্চন পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই শীতবস্ত্র বিতরণ ও  দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকন মিয়া। ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,‎নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 

অনুষ্ঠানে বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কাঞ্চন পৌর যুবদলের আহব্বায়ক মোঃ রাশেদ, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ ওসমানসহ কাঞ্চন পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।