রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১৮ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লার গোদারাঘাট হাজীর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ সাব্বির ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে। র‍্যাবের তথ্য অনুযায়ী, সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ক্রয় বিক্রয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, সাব্বিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং এসব ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

র‍্যাব-১১ এর উপপরিচালক পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।