ফাইল ছবি
শনিবার সন্ধ্যায় মহানগর জামায়াতের অফিসে ১০ দলীয় নির্বাচনী জোটের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। এসময় তিনি বলেন যে সকল দলের প্রার্থী হয়েছে এবং যাদের প্রার্থী হয়নি সকলের একই প্রার্থী হিসেবে এবং নিজেদের প্রার্থী মনে করে কাজ করতে হবে। আমরা কোন ব্যক্তির কল্যাণের জন্য কাজ করবো না। আমাদের সকল প্রচেষ্ট হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেশের মানুষের জন্য। একটি সুখি সমৃদ্ধ সুন্দর কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য।
সভায় একটি নির্বাচনী লিয়াজো কমিটি গঠন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ ৪ এর এন সি পির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মো: শাহ আলম, এবি পার্টির জেলা সভাপতি শাহজাহান বেপারী, সেক্রেটারি টিপু সুলতান, খেলাফত মজলিস জেলা সহ: সেক্রেটারি শেখ শাব্বীর আহমাদ, জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, খেলাফত মজলিস সদর সভাপতি মুফতি আব্দুল কাইউম, মো: শরিফ মিয়াজী, এন সিপির জাবেদ আলী, আশিকুর রহমান, এইচ এম আওলাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

