অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়৷ আপনারা ১৭ বছর অপেক্ষা করছেন। এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আপনাদের সতর্ক থাকতে হবে।
সোমবার (১৮ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অম্লান থাকবে। তিনি এদেশের মানুষকে পৃথিবীর বুকে উন্নত জাতিতে পরিনত করতে যে ১৯ দফা দিয়েছিল, তার সুফল মানুষ আজও ভোগ করছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।
আবুল কালাম সাহেব আপনাদের সেবা করেছেন৷ অনেক উন্নত করেছেন৷ তার কোন বদনাম নেই৷ তাকে আজও মানুষ স্মরণ করে। আজ সকলে আবুল কালাম সাহেবের জন্য ঘরে ঘরে যাবেন।

