
পূজা মন্ডপগুলো পরিদর্শন
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওয়ার্ডের ৬টি মন্ডপে সুন্দর ও সফল ভাবে পূজা উৎযাপনের লক্ষে মন্ডপ এলাকার পরিস্কার পরিছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি নারায়নগঞ্জের দেড়শ বছরের প্রাচীন দূর্গা মন্ডপ আমলাপাড়া এবং কালিরবাজার পূজা মন্ডপ ও এবছর প্রথম বারের মত আয়োজিত রবিদাস পাড়া পূজা মন্ডপ পরিদর্শন এবং রামকৃষ্ণ মিশনের মহারাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন।
খোরশেদ বলেন, শারদীয় দূর্গা উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে ও আনন্দের মাঝে পালিত হয় তার জন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, প্রতি বছরের মত এবারও সামর্থ্যবান ব্যক্তিবর্গের সহযোগিতায় অষ্টমীর দিন ওয়ার্ডের ৬টি মন্ডপ ও বিভিন্ন মহল্লায় সহস্রাধিক দুস্থ সনাতন পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।