শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে না.গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৬, ১৯ নভেম্বর ২০২২

ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে না.গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ফ্রি মেডিকেল ক্যাম্প

র‌্যালী

নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শুক্রবার ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য র‌্যালীসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। বন্দরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে থেকে বাদ্য বাজানা সহকারে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়া দিনব্যপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিল নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা। 

র‌্যালীতে ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ, সাগর উইথ ফ্রেন্ডসসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা. ফারুক হোসেন, প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, উপদেষ্টা নাসিকের কাউন্সিলর শাওন অংকন, সহসভাপতি আখতার পারভীন, রইস মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হযরত আলী রিপন, সহ সাধারণ সম্পদক মিয়া শহিদ, সাংগঠনিক সম্পাদক মো: মহিন উদ্দিন, অর্থ সম্পাদক মো: জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, আজহার খান জুয়েল, গোলাম কাদের রুবেল, মো: জসিম উদ্দিন মজুমদার, হাজী মোহাম্মদ অলীউল্লাহ সরকার, আশরাফ আলী, সাগর উইথ ফ্রেন্ডস এর সাগর প্রধান, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচের সমন্বয়ক সাংবাদিক শরীফ সুমন, আশরাফুল ইসলাম টুকু, নবীন সিদ্দিকী, হাফিজুর রহমান, মোহাম্মদ হানিফ, রাশেদ রেজা, মোহাম্মদ কালিম হোসেন, প্রকৌশলী মাহবুবুল ইসলাম জুয়েল, রাশেদুল ইসলাম রাসেল, সুমন সাহা প্রমুখ।   

ডা. ফারুক হোসেন বলেন, ডায়াবেটিসকে ভয় পাওয়ার কিছু নেই। এটা যদিও মারাত্মক একটি ওষুখ। কিন্তু আমাদের পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত হাটার অভ্যাস, কায়িক পরিশ্রম, সচেতনতার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে জানার কোন বিকল্প নেই।