ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটিতে ফাঁকা শহরে দেখা গেছে বানরের দল। অতীতে নারায়ণগঞ্জ শহরে প্রায়ই বানরের দেখা পাওয়া গেলেও এখন সে দৃশ্য খুব একটা চোখে পড়ে না।
শনিবার (১৪ এপ্রিল) শহরের চাষাঢ়া এলাকায় দেখা যায় বানর।
ঈদের ছুটিতে কোলাহল মুক্ত শহরে যেন ফিরে এসেছে সেই প্রাকৃতিক বৈচিত্র। শহরে বেড়েছে পাখির কলকাকলি, দেখা মিলছে নানান প্রানী।