মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ত্যাগের মহিমায় নারায়ণগঞ্জে পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৪, ১৭ জুন ২০২৪

ত্যাগের মহিমায় নারায়ণগঞ্জে পশু কোরবানি

পশু কোরবানি

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহায় ত্যাগের মহিমায় পশু কোরবানি করেছেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসুল্লিরা।

সোমবার (১৭ জুন) সকাল থেকে জেলাজুড়ে বিভিন্ন স্থানে এলাকায় এলাকায় পশু কোরবানি করা হয়। কেউবা গরু, কেউবা খাসি যে যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন জেলাবাসী। মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন।

বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দিচ্ছেন। তবে অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করবেন বলে জানিয়েছেন।

হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে সোমবার এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।  

এর আগে ‘আল্লাহু আকবার. আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’ তাকবির ধ্বনি দিতে দিতে ঈদ জামাতে হাজির হন মুসল্লিরা। নামাজের পর মোনাজাতে দেশ-জাতি তথা বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয়।