
জেলা কারাগার
নারায়ণগঞ্জ জেলা কারাগারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছে কারাবন্দিরা।
মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে কারাবন্দিদের সাথে স্বজনদের সাক্ষাতের সুযোগ দেয়া হয়। একই সাথে স্বজনদের বাড়ি থেকে রান্না করা খাবারও দেয়া হয়েছে তাদের।
জেলা কারাগারে বর্তমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হিসেবে বন্দি রয়েছেন ১ হাজার ২৬০ জন। এবার ঈদে কোন রাজনৈতিক বিশেষ বন্দি নেই।
জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন জানান,ঈদের দ্বিতীয় দিন বন্দিদের স্বজনদের সাক্ষাৎ ও বাড়ি থেকে রান্না করা খাবার বন্দিদের দিতে পারছেন।