শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৬, ২ নভেম্বর ২০২৪

ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা গ্রেফতার

ফাইল ছবি

সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকার বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি ও ভোটারদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে আলোচনায় আসেন তিনি।