শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আলী আহম্মদ চুনকা (রঃ)’র ৪১তম বার্ষিক ওরশ মোবারক শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ নভেম্বর ২০২৪

আলী আহম্মদ চুনকা (রঃ)’র ৪১তম বার্ষিক ওরশ মোবারক শুরু

আলী আহম্মদ চুনকা (রঃ)’র ৪১তম বার্ষিক ওরশ

নারায়ণগঞ্জ পৌরপিতা, চিশতিয়া ও নকশেবন্দ তরিকার অন্যতম খলিফা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলী আহম্মদ চুনকা (রঃ)’র ৪১তম বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। দুইদিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে গতকাল সোমবার (২৫ নভেম্বর) পশ্চিম দেওভোগস্থ চুনকা কুটিরে স্থাপিত ‘খানকায়ে দারুল ইস্কে’ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুরু হয়।

কর্মসূচির বাদ ফজর থেকে কোরআন খানি, বাদ আসর খানকা শরীফ থেকে মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু, মাজার গিলাপ স্থাপন, পুষ্প স্তবক অর্পন, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। রাতে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে ধর্মীয় কাওয়ালী ও আখেরীকুল এবং নেওয়াজ বিতরণ করা হয়।

আলী আহম্মদ চুনকা’র জ্যৈষ্ঠ কন্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তার পিতার ওরশ মোবারকের সমুদয় অনুষ্ঠানে সকল মহলের নিকট দোয়ার আবেদন করেন।