বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

|

বৈশাখ ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ক্লিনিক ও ফার্মেসীতে অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ১৫ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে ক্লিনিক ও ফার্মেসীতে অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ক্লিনিক ও একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়। 

সোমবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় হেলথ কেয়ার ল্যাব ক্লিনিক ও নিউ মেডিসিন হাউজ ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিসুজ্জামান। এসময় ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মো: সেলিমুজ্জামান বলেন, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র এবং সেবার মূল্য তালিকার থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় হেলথ কেয়ার ল্যাবকে ৫০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে নিউ মেডিসিন হাউজ ফার্মেসীকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।