শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ১৬ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবক গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেফতার করেছে। 

শুক্রবার ১৬ জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে তানজিদ হাসান(২৮), আলাউদ্দিনের ছেলে রিফাত মিয়া(১৮), রোকন উদ্দিন ছেলে রিদুল মিয়া(২৩)। 

এসময় তাদের কাছ থেকে ১৩৫ কেজি গাঁজা, ১০হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ১হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাব উদ্ধার করা হয়। 

রূপগঞ্জ আর্মিক্যাম্পের মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভরাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।