
ক্যারাম বোর্ড টূর্নামেন্ট
"ভ্রাতৃত্বের বন্ধনে, মাদকমুক্ত সমাজ গড়ি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের আয়োজিত ২ দিন ব্যাপি "ক্যারাম বোর্ড টূর্নামেন্ট - ২০২৩” গতকাল ফাইনাল খেলা অনুষ্ঠিতর মাধ্যমে শেষ হয়েছে ।
২দিন ব্যাপি আয়োজিত এই টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন জিতু প্রধান ও আশিক ভূইয়া অয়ন জুটি এবং রানার্সআপ হয়েছে রিদয় আহমেদ ও মোঃ রায়হান জুটি । উক্ত টূর্নামেন্টে ১২ টি দলগত টিম অংশগ্রহণ করেছিল ।
উক্ত টূর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ইসদাইর এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ মোঃসিদ্দিকুর রহমান বিপ্লব, মোঃজাকির হোসেন মিতু, মোঃশ্যামল চৌধুরী, মোঃরাজু,মোঃজাহাঙ্গির হোসের রিতু মোঃমুনসুর।
আরো উপস্থিত ছিলেনইসদাইরের কৃতি সন্তান জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃশাহাদাত হোসেন রুপু।
এসময় শাহাদাত হোসেন রুপু বলেন , দীর্ঘদিন পরে হলেও ইসদাইর এলাকার তরুন সমাজ একত্রিতভাবে এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি তরুন সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধূলা আয়োজনের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে এতো সুন্দর যে আয়োজন গ্রহন করেছে এজন্য আমি ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । আপনাদের এই আন্তরিক প্রচেষ্টায় ইসদাইর একটি সুন্দর মাদকমুক্ত এলাকা গড়ে উঠবে সেই প্রত্যাশা করছি ।
ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মেহেরাব হোসেন অপু বলেন , ইসদাইর এলাকার তরুন সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘ সর্বদা ভিন্নধর্মী নানান আয়োজন করে থাকে , সেই ধারাবাহিকতাতেই আমাদের এবারের আয়োজন ছিল এই ক্যারাম বোর্ড টূর্নামেন্ট । আমি সংগঠনের প্রতিটা সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের উক্ত আয়োজনটি সুন্দর এবং সুষ্ঠভাবে পরিচলা করা সম্ভব হয়েছে ।
উল্লেখ্য যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১২নং ওয়ার্ড বৃহত্তর ইসদাইর এলাকায় তরুনদের একত্রিত করে এলাকার সামাজিক উন্নয়নের লক্ষ্যে গত ৫মে ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ নামে সামাজিক সংগঠন এর পথচলা শুরু হয় ।