শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ছুরিকাঘাত করে যুবককে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩২, ১০ নভেম্বর ২০২৪

ফতুল্লায় ছুরিকাঘাত করে যুবককে হত্যা 

তামিম

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে তামিম(১৮) নামের এক যুবককে হত্যা করেছে। 

নিহত তামিম ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের পুত্র।

রোববার রাতে চিকিৎসাধীনবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে  লালপুর পৌষাপুকুর পাড় এলাকায়  নিহত যুবককে ছুরিকাঘাত করা হয়। 

প্রথমে তাকে নারায়নগঞ্জের  খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই  পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্য রায়হান (১৬) ও ফালান (১৭) কে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো  ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের পুত্র রায়হান ও একই এলাকার মনির হোসেনের পুত্র ফালান। 

জানা যায়, বড় ভাই ছোট ভাই নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও  বুকে একাধিক বার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোববার (১০ নভেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের চাচা মোঃ শাহালম বাদী হয়ে প্রথমে হত্যার চেস্টার ঘটনায় চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫-৬ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত হবে। ইতিমধ্যেই পুলিশ সাইফুল  ও রায়হান (১৬) কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।