রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকদের ধর্মঘট পালন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৫, ২৫ মে ২০২৫

ফতুল্লায় পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকদের ধর্মঘট পালন

ফাইল ছবি

জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো শাখার নেতৃবৃন্দরা।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধ বেলা এই ধর্মঘট চলার কথা থাকলেও সমাধানের আশ^াস মেলায় দুপুর ১টার আগেই ধর্মঘট প্রত্যাহার করে নেন কমিটির নেতৃবৃন্দরা। ধর্মঘট চলাকালিন সময়ে তারা পাম্প বন্ধ, একইসঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম সম্পূর্ন রূপে বন্ধ রেখেছিলেন।

নেতৃবৃন্দরা জানিয়েছেন, আশ^াস দিয়েও যদি দাবি মেনে নেয়া না হয় তাহলে কঠোর আন্দোলনে যেতে বাদ্ধ হবেন তারা।

জানা গেছে, কমিশন বৃদ্ধিসহ ১০ দফার দাবির মধ্যে রয়েছে, সওজ অধিদফতরের ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল করা, পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে—অর্ডারকে নবায়ন বলিয়া গণ্য করা, বিএসটিআই কর্তৃক আন্ডার গ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা, পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, বিপণন কোম্পানি থেকে ডিলারশীপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ, ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাঁধা বিপত্তি ছাড়া ইস্যু, সকল ট্যাংকলরীর জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা, বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবিতে এই ধর্মঘট পালন করা হয়েছে।

ফতুল্লায় ধর্মঘট পালন কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলারস, ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা কমিটির সভাপতি মো. সাইদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ সভাপতি, আলতাফ হোসেন বাবু, বাংলদেশ ট্যাংকলরী ওনার্স এসেসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা  কমিটির সাধারণ সম্পাদক, সৈয়দ হুমায়ূন জাকির মিলন, সহ সভাপতি মফিজ উদ্দিন, সহ সভাপতি ওয়াহিদুর রহমান, প্রচার সম্পাদক নাহিন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ফতুল্লা ডিপো যমুনা  শাখার, সাধারণ সম্পাদক, মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক পলাশ, মনির, সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহেল, প্রচার সম্পাদক, মোঃ স্বপন, মেঘনা শ্রমিক ইউনিয়ন ফতুল্লা ডিপো শাখার সভাপতি, মোঃ বাচ্চু শেখ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, কার্যকরী সভাপতি ইকবাল চৌধুরী, যুগ্ম সাঃ সম্পাদক, মোঃ দুলাল হোসেন সহ সকল সংগঠনের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।