
বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
বন্দরে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি কর্মসূচী পালন করেছে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা। রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ কর্মবিরতি । দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক সায়মা খানম আইসিটি বিভাগ বন্ধ করে রাখায় বেতন পাচ্ছে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদারের অভিযোগ।
ভুক্তভোগী শিক্ষক/ কর্মচারীরা জানান, দুনীতি, অনিয়ম ও অর্থ আত্নসাতের স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সায়মা খানমকে ৪ মাস আগে সাময়িত বরখাস্ত করে স্কুল কমিটি। এসময় তিনি স্কুলের সকল কিছু তালাবদ্ধ করে রেখে গেছে। স্কুলের কার্যক্রম পরিচালনায় আইসিটি বিভাগের পার্সওয়ার্ড ক্লোন করায় ৪ মাস যাবত স্কুল ও কলেজের ৩৮জন শিক্ষক-কর্মচারী বেতন পাচ্ছেন না। সরকারি ভাবে তাকে নির্দেশনা দিলেও তিনি স্কুলের এক্সসেস দিচ্ছে না। এর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।
এদিকে শিক্ষক কর্মচারি কর্মবিরতির কারণে স্কুল এন্ড কলেজের ১২শ শিক্ষর্থীর পাঠদানে বিঘ্ন ঘটছে বলে অভিভাবকদের অভিযোগ।
এ বিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম জানান, কর্মবিরতির বিষয়টি অবগত নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করব।