
ফাইল ছবি
বন্দরে পৃথক অভিযান চালিয়ে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী কবির হোসেন ওরফে ফেন্সি কবিরসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফেন্সি কবিরের কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন ও অপর ধৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার গোকলদাশেরবাগ এলকার আব্দুর রব মিয়ার ছেলে কবির হোসেন ওরফে ফেন্সি কবির (৪৮)। সে ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বলে জানা গেছে। অপরধৃত ও একই থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার লিয়াকত আলী ছেলে মেহেদী হাসান (২৪)। পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার ও বন্দর থানার অপর এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেন। যার মামলা নং- ৩৭(৮)২৫ ও ৩৯(৮)২৫।
ধৃতদের রোববার (২৪ আগস্ট) পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২৩ আগস্ট) রাতে বন্দর থানার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর ও রোববার ভোর রাতে একই থানার গোকলদাশেরবাগস্থ তার নিজ ঘরে তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২ জনের মধ্যে কবির হোসেন ওরফে ফেন্সি কবির জেলা পুলিশ সুপারের পুরুস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী ও বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলে আরো জানায়।