
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২৪ আগষ্ট) সোনারগাঁ উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোট ৩টি স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি অবৈধ চুনা কারখানার ৩টি ভাট্টি উচ্ছেদ করা হয়। প্রায় ৮ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা আনুমানিক ৫ হাজার ৫০০টি আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৩ ইঞ্চি ও ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট মোট ২১০ ফিট এমএস গ্যাস পাইপ অপসারণ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, আজ আমরা মোট তিনটি এলাকায় অভিযান চালিয়েছি। এসময় ৫ হাজার ৫০০টি চুলার সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। জ্বালানি খাতে অবৈধ ব্যবহার রোধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে
এসময় অভিযানে পুলিশ লাইন্স, তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।