বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় কিশেরীকে গণধর্ষণ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০১, ২৫ আগস্ট ২০২৫

ফতুল্লায় কিশেরীকে গণধর্ষণ, আটক ২

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

শনিবার (২৪ আগষ্ট) মধ্যরাতে ফতুল্লা নবীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃত আসামিরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার মৃত সাত্তার মন্ডলের ছেলে ও স্থানীয় নাইটগার্ড এরশাদুল (৩৫) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত ইয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক (২৯)।

জানা যায়, রাতে ভিকটিমকে দুই আসামি অটোরিকশায় পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামিদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। 

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ আসামিদের আটক করেছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।