বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ট্রাকচাপায় নারী শ্রমিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৫, ২৬ আগস্ট ২০২৫

বন্দরে ট্রাকচাপায় নারী শ্রমিক আহত

প্রতীকী ছবি

‎‎নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সোহাগপুর টেক্সটাইল মিলে ডিউটিতে যাওয়ার সময় মালবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন সুমাইয়া (১৬) নামে এক নারী শ্রমিক। 

সোমবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে বন্দর উপজেলার চওড়াপাড়া লক্ষণখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎আহত সুমাইয়ার পিতার নাম নাসির আলী এবং মাতার নাম জুলেখা বেগম। তাদের বাড়ি বন্দরের চওড়াপাড়া লক্ষণখোলা।

‎প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে কর্মস্থলে যাওয়ার সময় দ্রুতগামী একটি মালবাহী ট্রাক সুমাইয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালককে আটক করে। বর্তমানে ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থনার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম।