
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আঃ হামিদের ছেলে আঃ মান্নান (৩২) এবং একই এলাকার মোঃ ইউসুফের স্বামী রিয়া মনি (২৫)।
এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।