বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁচপুরে মহাসড়ক দখলমুক্তে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪২, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাঁচপুরে মহাসড়ক দখলমুক্তে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্যাপক উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি, কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহআলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা।

উচ্ছেদ অভিযানে মহাসড়কের দুই পাশে থাকা অন্তত এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন,
“মহাসড়ককে যানজটমুক্ত ও দুর্ঘটনামুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ছিল অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।