বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাত বোতল ফেন্সিডিলসহ মো. পাবেল (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ পাবেল (২৯) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মৃত আঃ কাদেরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে ফেন্সিডিল এনে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিক্রি করতেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ফেনসিডিল সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।