মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে হোসিয়ারী শ্রমিককে তুলে নিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ৫ অক্টোবর ২০২৫

বন্দরে হোসিয়ারী শ্রমিককে তুলে নিয়ে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জরে বন্দরে আলমগীর হোসনে (৫২) নামে এক হোসিয়ারী শ্রমিককে সন্ত্রাসীরা তুলে নিয়ে হত্যা করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে বন্দররে বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মালেক সাহেবের বাসার ভাড়াটিয়া। তার বাবার নাম সোবহান মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আলমগীরের ছেলে সাইফুলের কাছ থেকে একই এলাকার রাসেল ও কাইল্লা পারভেজ জোরপূর্বক মোটরসাইকেল রেখে দেয়। এ ঘটনায় আলমগীর প্রতিবাদ করায় সন্ধ্যায় রাসেল ও কাইল্লা পারভেজ গ্রুপের লোকজন আলমগীরকে তুলে নিয়ে যায়। তার সাথে বারইপাড়া এলাকায় জোড়া পুকুরের সামনে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আলমগীরকে মাথা ধরে পাশের দেয়ালে জোরে ধাক্কা দিলে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ শাহবাগ থানা পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল র্মগে পাঠায়।

বন্দর থানার ওসি লয়িাকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে। ময়নাতদনাÍ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।