শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুম বিল্লাহর নগদ ২২ লাখ, সম্পদ ১২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৯, ২ জানুয়ারি ২০২৬

মাসুম বিল্লাহর নগদ ২২ লাখ, সম্পদ ১২ লাখ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মোঃ মাসুম বিল্লাহর দাখিল করা হলফনামা বিশ্লেষণে আয় সম্পদ উঠে এসেছে। ঘোষিত মোট সম্পদের চেয়ে নগদ অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ দেখানো হয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যে দেখা যায়, মুফতি মোঃ মাসুম বিল্লাহ নিজের নামে মোট সম্পদ দেখিয়েছেন ১১ লাখ ৮০ হাজার টাকা। তার স্ত্রীর নামে কোনো সম্পদ দেখানো হয়নি। তবে একই হলফনামায় নগদ অর্থের ঘরে তার নিজের নামে নগদ রয়েছে ২২ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ ঘোষিত মোট সম্পদের তুলনায় নগদ অর্থের পরিমাণ প্রায় ১০ লাখ টাকার বেশি।

হলফনামা অনুযায়ী, তার স্ত্রী কোনো নগদ অর্থের মালিক নন বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজের বা স্ত্রীর নামে কোনো জমা অর্থ নেই বলেও হলফনামায় বলা হয়েছে। 

স্বর্ণ ও মূল্যবান ধাতুর হিসাবে দেখা যায়, মাসুম বিল্লাহর নিজের নামে ১০ ভরি স্বর্ণের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এই স্বর্ণের কোনো মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। তার স্ত্রীর নামে কোনো স্বর্ণ বা মূল্যবান ধাতুর তথ্য নেই। 

স্থাবর সম্পদের ক্ষেত্রে হলফনামায় দেখা যায়, তার নিজের বা স্ত্রীর নামে কোনো কৃষি জমি নেই। একইভাবে অ কৃষি জমির ঘরেও শূন্য দেখানো হয়েছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনের ক্ষেত্রেও নিজের বা স্ত্রীর নামে কোনো ঘরবাড়ি বা স্থাপনার তথ্য উল্লেখ নেই। অর্থাৎ জমি, বাড়ি বা ফ্ল্যাটের মতো স্থায়ী সম্পদ একেবারেই নেই বলে হলফনামায় বলা হয়েছে।

ঋণ সংক্রান্ত ঘরে কোনো ব্যাংক ঋণের তথ্য দেওয়া হয়নি। দায়ের ঘরেও নিজের বা স্ত্রীর নামে কোনো দায় নেই বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ঘোষিত তথ্যে তিনি ঋণমুক্ত এবং দায়মুক্ত প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।