ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ আসনে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লাসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, নারায়ণগঞ্জ-১ আসনে ছয় জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

