শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র আছে ৮ প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৬, ৩ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র আছে ৮ প্রার্থীর

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে আটজনের আগ্নেয়াস্ত্র থাকার তথ্য রয়েছে হলফনামায়।

হলফনামার তথ্য অনুযায়ী, আটজনের মধ্যে ছয়জনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কারো কারো কাছে একাধিক আগ্নেয়াস্ত্রও রয়েছে।

আগ্নেয়াস্ত্র থাকা প্রার্থীরা হলেন— মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মোহাম্মদ শাহ আলম, আবুল কালাম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, আবু জাফর আহমেদ বাবুল, সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও আতিকুর রহমান নান্নু মুন্সি।

নারায়ণগঞ্জ-৫

এ আসনে প্রার্থী ১২ জন। এর মধ্যে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালামের একটি রিভলবার ও একটি বন্দুক রয়েছে। তবে হলফনামায় তিনি এগুলোর দাম জানাননি। কালাম পেশায় আইনজীবী।

বিএনপন্থি ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলের ‘২ লাখ টাকা’ দামের পয়েন্ট ১২ বোরের একটি গান এবং ‘সাড়ে চার লাখ টাকার’ এনপিবি পিস্তল রয়েছে।

এ দুই বিএনপি নেতার বাইরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর একটি রিভলবার ও দুই নলা বন্দুক রয়েছে। আগ্নেয়াস্ত্র দুটির মূল্য দেখিয়েছেন ৬৫ হাজার টাকা। বাহাদুর শাহ্ পেশায় ইমাম ও খতিব।

নারায়ণগঞ্জ-৪

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সদ্য দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম। তিনি বহিষ্কারের আগ পর্যন্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে জেলা বিএনপির সহসভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি ছিলেন।

ব্যবসায়ী শাহ আলমের নামে একটি রিভলবার ও একটি শটগান রয়েছে, যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা দেখানো হয়েছে।

একই আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি পিস্তল রয়েছে।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছেন গিয়াসও। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

নারায়ণগঞ্জ-৩

সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে। একটি পয়েন্ট ১২ বোরের গান, যার মূল্য দেখানো হয়েছে ৪ লাখ টাকা এবং অপরটি পয়েন্ট ৩২ বোরের গান, যার মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা।

এ আসনেও প্রার্থী হয়েছেন সদস্য বহিষ্কৃত মুহাম্মদ গিয়াস উদ্দিন। এ আসনের জন্য জমা দেওয়া হলফনামাতেও তিনি একটি পিস্তল থাকার তথ্য দিয়েছেন।

এছাড়া, আসনটিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সিরও আগ্নেয়াস্ত্র রয়েছে বলে উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী নান্নু মুন্সি আগ্নেয়াস্ত্রের ধরন উল্লেখ না করলেও দাম লিখেছেন ৩ লাখ টাকা।

নারায়ণগঞ্জ-১

আসনটিতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিএনপি মনোনীত প্রার্থী। তার একটি একে-২২ মডেলের আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মূল্য তিনি দেখিয়েছেন ৯০ হাজার টাকা।

নারায়ণগঞ্জ-২ আসনের ১০ জন প্রার্থী থাকলেও কারো হলফনামায় আগ্নেয়াস্ত্র থাকার তথ্য নেই।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের ৫টি আসনে ৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়; জমা পড়ে ৫৭টি।