রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাকসুদসহ চারজনের মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩০, ৩ জানুয়ারি ২০২৬

মাকসুদসহ চারজনের মনোনয়ন বাতিল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনসহ চার জনের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ আসনে আট জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এসময় এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী আমজাদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী বাহাদুর শাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহসহ আট জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। 

এসময় হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। গণ অধিকার পরিষদের নাহিদ হোসেন মনোনয়ন পত্রে তথ্য ভুল দেয়ায় তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। 

এছাড়াও সাখাওয়াত হোসেন খান বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেও বিএনপির দলীয় মনোনয়নের কাগজ জমা দেননি। একারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই কারণে বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের মনোনয়নটিও বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, নারায়ণগঞ্জ-৫ আসনে চার জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স বকেয়া, অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকায় মনোনয়ন পত্রগুলো বাতিল করা হয়েছে।