শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ইন্টেরিয়র উন্নয়নের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪, ৩ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ইন্টেরিয়র উন্নয়নের উদ্বোধন

ইন্টেরিয়র উন্নয়ন কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় ইন্টেরিয়র উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রেস ক্লাবের আধুনিক ও নান্দনিক কর্মপরিবেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা ইন্টেরিয়র উন্নয়ন কাজের মাধ্যমে প্রেস ক্লাবের পেশাগত পরিবেশ আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, রুমন রেজা, হাবিবুর রহমান বাদল ও মাহাবুবুর রহমান মাসুম। তাঁরা নতুন ইন্টেরিয়রের নান্দনিক পরিবেশের প্রশংসা করেন এবং এই উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য বিকেএমইএ ও এর সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, এই উন্নয়নের ফলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় একটি আধুনিক ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি হয়েছে, যা সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।