শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনীতি শুরু: শাহ আলম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫২, ২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনীতি শুরু: শাহ আলম

মোহাম্মদ শাহ আলম

বেগম খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। তিনিই আমাকে রাজনীতিতে এনেছেন এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিজ বাস ভবন সোবহান মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী, যাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। দীর্ঘদিন তিনি আমাদের স্নেহ ও আদরে আগলে রেখেছেন। সেই আপসহীন নেত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করছি।  

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তার সঙ্গে আমার রাজনৈতিক পথচলা শুরু। বেগম খালেদা জিয়ার স্নেহ, আদর, সাহসিকতা ও অনুপ্রেরণায় আজ আমি শাহ আলম হতে পেরেছি। আল্লাহর রহমত এবং বেগম জিয়ার আন্তরিকতায় আমি আজকের এই অবস্থানে এসেছি।

নিজেকে বেগম জিয়ার একজন সাধারণ কর্মী হিসেবে উল্লেখ করে শাহ আলম বলেন, আমি শুধু এটুকুই বলতে চাই, আমি বেগম জিয়ার একজন ক্ষুদ্র কর্মী। তার আদর্শ ও অনুপ্রেরণায় রাজনীতি করেছি এবং এই পর্যায়ে এসেছি। আমি তার আদর্শের একজন সৈনিক।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সদস্য হান্নানুর রফিক রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।