![সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ](https://www.narayanganjpost.com/media/imgAll/2023June/1641961971narayanganj-1-2309030124-1-2411120326.jpg)
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রাস্তায় গ্যাসের মেইন লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে ঢাকায় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি ৫ জন আশঙ্কাজনক অবস্থায় আছেন।
আহতরা হলেন- জয় (২০), মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), মোঃ সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মোঃ শাহজালাল।
তাদের হাসপাতালে নিয়ে আসা রুবেল নামে একজন জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানের কাজ চলছিল। এসময় সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঐ ৭ শ্রমিক দগ্ধ হন।