বুধবার, ০২ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যা হবার রাজপথেই হবে : রবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ১১ আগস্ট ২০২২

যা হবার রাজপথেই হবে : রবি

মনিরুল ইসলাম রবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, জয়ের মা শেখ হাসিনা এখন আর শেখ হাসিনার কথা মানুষ শোনেনা। শেখ হাসিনা মনে করেছিলেন বিশ্ব ব্যাংক, আইএমএফসহ দাতা সংস্থা তাকে ঋণ দেবে। কিন্তু তিনি দেশের এমন দশা করেছেন এবং আর দেশের কিছু বাকি রাখেন নি। রিজার্ভও শূন্য করে ফেলেছেন। শূন্য রিজার্ভ ও দেশের এই হাল দেখে কেউ আর ঋণ দিতে চায়না। সবাই ঘুরে ফিরে যায়। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

রবি বলেন, ফকিরকে কি কেউ ভিক্ষা দেবে? আপনি আমাদের দেশের হাল এখন এমন করে ফেলেছেন। আমাদের সকল কিছু দাম বেড়েছে, আমরা আজ অসহায় হয়ে পড়েছি ঊর্ধগতির সবকিছুতে।

তিনি বলেন, আজ থেকে এই আমরা রাজপথে নামলাম আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের নেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত, নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে না এনে আমরা আর ঘরে ফিরবোনা। এখন থেকে যা হবার রাজপথেই হবে।