
দোয়া ও আলোচনা সভা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা (২৮ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তরুণলীগের সভাপতি এইচ এম জাকির।
আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা তরুণলীগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব হালিম সিকদার, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি নাইম আহাম্মেদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।