
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, দল ক্ষমতায়। অনেক কাউয়া দলে ঢুকেছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তারা পদ পদবী চায়। তাদের উদ্দেশ্য আমাদের উন্নয়নকে বাধা সৃষ্টি করা।
শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট শহর গড়তে চান। কিছু অনুপ্রবেশকারীর কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সেই কর্মসূচি বাধাগ্রস্ত হোক এটা আমরা চাই না।
তিনি আরও বলেন, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার নেতার নাম থাকবে। অনেকে বলেছিল ৭ মার্চের জনসভার আগে, নেতা আজ স্বাধীনতার ঘোষণা দিতেই হবে। তিনি বলেছিলেন জনগণ আমাকে নেতা বানিয়েছে। আমি তাদের নেতৃত্ব দেব, তারা আমাকে নেতৃত্ব দিবে না।