
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, আমি ভেবেছিলাম আজ আপনারা এখানে অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করবেন। আমি এখানে সেটার ঘাটতি পেলাম।
সোমবার (২০ মার্চ) দেওভোগ এলাকার একটি মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলেন না। একটা মাদ্রসার বাচ্চা কী জাতীয় সঙ্গীত গাইবে না। তার ভেতরে ঈমানের অঙ্গ দেশপ্রেম।
তিনি বলেন, এখানে শিক্ষা অফিসার আছেন৷ তিনি দেখবেন আপনাদের ডিসিপ্লিন। মোবারক ভাইয়ের এত প্রশংসা আমি করি। কারন তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে। আমি খোলামেলা কথা বলি। আমি লুকোচুরি করতে পারি না।