শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ৮ নভেম্বর ২০২৪

অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই: মাসুম বিল্লাহ

ফাইল ছবি

ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার রক্তের দাগ এখনো শুকায়নি, এই ক্ষতবিক্ষত হৃদয়ে শান্তি আসার আগেই কিছু নব্যচার রাস্তাঘাট হাটবাজার মাঠ দখল করার চেষ্টা শুরু করে দিয়েছেন। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি তাদেরকে বলতে চাই, ছাত্র জনতা এখন মাঠে আছেন, পীর সাহেব চরমোনাই এখন মাঠে আছেন, আবার কোন নব্য স্বৈরাচার, আবার কোন নব্য চাঁদাবাজ টেন্ডারবাজ সন্ত্রাস মাথাচারা দিয়ে উঠবে তা আমরা হতে দেব না। বাংলাদেশ থেকে প্রায় ১৯ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এগুলো কার টাকা, এগুলো আপনার-আমার জনগণের টাকা। আমাদের ভাইয়েরা বিদেশে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠান। আর আমাদের দেশের কুলাঙ্গার নেতা-নেত্রীরা আমাদের গাম ঝড়ানোর টাকা দেশের বাইরে পাচার করে বিভিন্ন অট্টালিকা বানান। উপরোক্ত কথা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। শুক্রবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জপুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১নং ওয়ার্ডের উদ্যোগে ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর): পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, সুতরাং এখন সময় আসছে অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। আজকে আমরা রাস্তাঘাটে নতুন নতুন ব্যানার ফেস্টুন দেখতে পাই। আপনারা এতদিন কোথায় ছিলেন, আপনাদের ভাঙ্গা হারিকেন দিয়ে খুজে পাওয়া যায় নাই। ৩৬ শে জুলাই এর আগে আন্দোলন সংগ্রামে তো আপনাদের দেখি নাই। আজকে রাস্তাঘাট হাটবাজার মাঠ দখলের জন্য নতুন নতুন ছবি দিয়ে ব্যানার ফেস্টুন দিয়ে এলাকায় ভীতু সৃষ্টি করতেছেন । আমরা কিন্তু আপনাদের টেংরি ভেঙ্গে ফেলে দেওয়া হবে। আর সুযোগ দেওয়া হবে না, আমরা কোন দল বুঝিনা, সন্ত্রাসীদের কোন দল হয় না। বিএনপি'র ব্যানার দিয়ে সন্ত্রাসী করবেন। তা বরদাস্ত করা হবে না। অন্য কোন দল দিয়ে সন্ত্রাসী করবেন তা বরদাস্ত করা হবে না। সুতরাং আমরা বিএনপির ভাইদের বলতে চাই, আওয়ামীলীগ স্বৈরাচার এদেরকে সুযোগ দেওয়া যাবে না, জাতীয় পার্টি স্বৈরাচার এদেরকেও সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বিএনপির ভাইদের মুখ থেকে আজকে আবার আমরা কেমন জানি স্বৈরাচারের ভাষা শুনতে পাচ্ছি। এরা বলতেছেন কোন রাজনীতিক দলের নিষিদ্ধের পক্ষে আমরা না। যাদের হাতে লক্ষ লক্ষ ভাই-বোন খুন হয়েছেন ঘুম হয়েছেন তারা বিদেশে টাকা পাচার করে অট্টলিকা বানিয়েছেন। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন, তাদের পক্ষে কথা বলবেন আপনাদের আর সুযোগ দেয়া হবে না। 

১নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাইয়্যদ রিদওয়ান আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা ইসালামী আন্দোলনের নেতা ও বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন তালুকদার, সিদ্ধিরগঞ্জ থানা দ্বীনি সংগঠনের ছদর মাওলানা মাসুম বিল্লাহ, থানা আইম্মা পরিষদের আহবায়ক মাওলানা শামসুজ্জামান, থানা শ্রমিক আন্দোলন এর সহ-সভাপতি আলহাজ্ব মুহা আব্দুল মালেক, থানা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দীন, থানা ছাত্র আন্দোলন এর সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর ও মোঃ জালাল উদ্দিনসহসহ ওয়ার্ড, ইউনিট কমিটির নেতৃবৃন্দ।