ফাইল ছবি
ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর মোড়ে আওয়ামীলীগের নৈরাজ্য রুখতে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) সকাল থেকে টাকা-চট্রগ্রাম- সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ কাঁচপুরে অবস্থান নেন সোনারগাঁ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়ার পাশাপাশি খন্ড খন্ড মিছিল করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজির সেলিম হক রুমি বলেন, বিএনপির নেতাকর্মীর সহ ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামীলীগের দোসোররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশে নৈরাজ্য তৈরির জন্য ভুয়া কর্মসূচি দিয়েছে। আমরা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
এ সময় সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পীর মোহাম্মদ পিরু, সাধারণ সম্পাদক হাজী মোমেন খান, সিনিয়ার যুগ্ম সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেন, সোনারগাঁও থানা যুবদলের নেতা মোঃ সোহেল রানা প্রমূখ।