শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সতর্ক বিএনপি নেতাকর্মীরা, রাতভর পাহারার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫৪, ২৬ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সতর্ক বিএনপি নেতাকর্মীরা, রাতভর পাহারার ঘোষণা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা যেকোন ধরনের নাশকতা রুখতে রাতভর পাহারা দেয়ার ঘোষণা দিয়েছে এবং শহরব্যাপী মিছিল করেছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০ টা থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। 

রাত ১১ টার পর শহরের চাষাঢ়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত দফায় দফায় মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগ কিংবা তাদের দোসররা কোন ধরনের অপচেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার ঘোষণা দেন তারা।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, দেশের সকল নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন ভঙ্গ করে কেউ ফ্যাসিস্ট শক্তিকে আবারো প্রতিষ্ঠিত করতে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চাইলে কঠোর জবাব দেয়া হবে। আমাদের নেতাকর্মীরা প্রতিটি এলাকায় সতর্ক পাহারায় থাকবে। রাতভর নেতাকর্মীরা অবস্থানে থাকবে। শান্তি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।