
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও স্থবির হয়ে আছে জেলা যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড। জেলা যুবদলের শীর্ষ তিন নেতা আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব ও সদস্য সচিব মশিউর রহমান রনির অনৈক্য এর মূল কারণ বলে জানান তৃণমূল নেতাকর্মীরা।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেক বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজারের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের পিতা সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী। জেলার শীর্ষ দুই নেতার সাথেই দূরত্ব রয়েছে সদস্য সচিব মশিউর রহমান রনির।
জানা গেছে, জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার ক্ষেত্রে নিজ নিজ বলয়ের নেতাদের সামনে আনার চেষ্টা করছেন এই তিন নেতা। ফলে জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কিংবা আংশিক আহ্বায়ক কমিটিও দেড় বছরে ঘোষণা করতে পারেনি জেলা যুবদল।
এছাড়াও দলীয় কর্মসূচিতে খুব কমই এই তিন নেতাকে একত্রে যোগদান করতে দেখা গেছে। বেশিরভাগ সময়ই পৃথক মিছিল নিয়ে দলীয় কর্মসূচিগুলোতে আসেন এই তিন নেতা।
এদিকে জেলার অধীনস্থ ইউনিট কমিটি গঠনেও বিরোধ রয়েছে জেলা যুবদলের শীর্ষ তিন নেতার মাঝে। নিজ নিজ এলাকায় একক প্রভাব বলয় সৃষ্টির চেষ্টার ফলে এখনও জেলা যুবদলের কোন ইউনিটের কমিটি দিতে পারেনি যুবদল নেতারা। জেলার আহবায়ক কমিটিও পূর্নাঙ্গ করতে পারেনি তারা।
তবে রোববার (১৬ মার্চ) ২১ মার্চ জেলায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদকের সফরকে ঘিরে একত্রে দেখা গেছে। নেতাকর্মীরা তাদের একত্রে দেখে আশা করছেন এবার হয়তো সকলে নিলে দূর্ঘদিন রাজপথে থাকা নেতাকর্মীদের পরিচয় দিতে সকলে এক হবেন।