বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি নিলেন রিয়াদ সেন্টু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৪, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১৫, ১ জানুয়ারি ২০২৬

বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি নিলেন রিয়াদ সেন্টু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের কাছ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি গ্রহণ করেন তারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। 

এসময় দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে সেন্টু ও রিয়াদকে নির্দেশ দেয়া হয়। 

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনিরুল আলম সেন্টু ও রিয়াদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করলে তাদের দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।