ফাইল ছবি
বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে কাদির (৪৫)নামে আরো এক মাদক কারবারি। অভিযান কালে পুলিশ পৃথক স্থান থেকে ধৃতদের কাছ থেকে ২১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মামুন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ইমন (২২) ও একই থানার একই ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া এলাকার শাকিল মিয়ার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী রিংকি বেগম (২৬)। ধৃতদের বিরুদ্ধে হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(১)২৬ ও ২(১)২৬।
ধৃতদের বৃহস্পতিবার (১লা জানুয়ারি) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ নিজাম মিয়ার চায়ের দোকানে সামনে ও রাতে একই থানার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী জনৈক বিদু মিয়ার বাগানে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানার দড়ি সোনাকান্দা নিজাম মিয়ার চায়ের দোকানে সামনে অভিযান চালিয়ে ১১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও একই থানার অপর উপ পরিদর্শক আব্দুল মোত্তালেবসহ সঙ্গীয় ফোর্স কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদীস্থ বিদু মিয়ার বাগানের সামনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী রিংকি বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় উল্লেখিত এলাকার মান্নান মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী কাদির পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

