বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সন্ত্রাসী টিটুকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১২, ১ জানুয়ারি ২০২৬

সন্ত্রাসী টিটুকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ 

ফাইল ছবি

বন্দরে বিদেশী পিস্তলসহ ধৃত অস্ত্রধারী সন্ত্রাসী টিটু (৪০)কে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ২৬(১২)২৫। রিমান্ডপ্রাপ্ত অস্ত্রধারী সন্ত্রাসী টিটু বন্দর থানার মদনগঞ্জস্থ শান্তিনগর এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে।

উল্লেখ্য বন্দর থানা পুলিশ গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগরস্থ বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী লিজান (২০) ও টিটু (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ফারুক ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে  আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত টিটুকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত মঙ্গলবার আদালত থেকে ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপৃরে রিমান্ড শেষে ফের তাকে আদালতে প্রেরণ করা হয়।