বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, মাসুদ ভাই ধানের শীষের প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি ঘোষণা করেছেন যেকোন কিছুর বিনিময়ে আমাদের ধানের শীষের প্রার্থী আবুল কালাম ভাইকে বিজয়ী করতে হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা জানেন সকল বিপদে আপদে জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ায়। এর ধারাবাহিকতায় শকু ভাই এই আয়োজন করেছেন মাসুদুজ্জামান ভাইয়ের সহযোগীতায়। আপনারা শকু ভাই ও মাসুদুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনের পরেই সিটি করপোরেশন নির্বাচন। আমি ও শকু ভাই সেই নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া চাই।

