ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ধস্তাধস্তির সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ(২১) ও ফতুল্লা থানা ছাত্রশক্তির সংগঠক আবু তাহের নামের দু’জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ওই প্রার্থী।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল আমিন জানান, তিনি গণভোট বিষয়ে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ছিলেন। তারা হেঁটে হেঁটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় এক তরুণকে তাদের পেছনে অনুসরণ করতে দেখা যায়। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয় এবং তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
তিনি বলেন, চাপাতি বহনের কারণ জানতে চাইলে ওই তরুণ জানায়, একজন অজ্ঞাত ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। এলাকাটি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের আধিপত্যে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর মধ্যেই ওই তরুণকে ঘিরে কয়েকজন লোক জড়ো হয়ে উত্তেজনা তৈরি করে। পরিস্থিতি বুঝে স্থানীয়দের পরামর্শে তাকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে এলাকা ত্যাগ করানো হয়।
এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যায় বলে জানান এনসিপির এই প্রার্থী।
তিনি আরও বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে ওই তরুণকে আটক করতে গিয়ে ধস্তাধস্তির সময় এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, প্রচারণার সময় এক যুবককে এনসিপির নেতাকর্মীদের সন্দেহ হয়। পরবর্তী তাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এঘটনায় গুরুতর আহত হননি কেউ।

