বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীনের প্রচারণায় হামলা চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি হলেন- গাইবান্ধা জেলার মোঃ সিদ্দিকের ছেলে আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪)।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

এর আগো গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমীন বাঁশমুলি এলাকায় জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় তাদের পিছনে অপরিচিত একটি যুবককে দেখে তার সহযোগীরা তাকে প্রশ্ন করে তুমি কে? এবং এসময় তার শরীর তল্লাশি করা কালীন সময় একটি ছোঁড়া দেখতে পায়। তখন তাকে ছোঁড়া নিয়ে তাদের পিছনে পিছনে আসার কারণ জিজ্ঞাসা করলে যুবকটি দৌড়ে পালানো যাওয়ার সময় এনসিপির কয়েকজন কর্মী তার পিছনে ধাওয়া করে ও ধরে ফেলে। তখন উভয়ের মধ্যে ধস্তাধস্তিতে এনসিপির দুইজন কর্মী সামান্য আঘাতপ্রাপ্ত হয়।