শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নবীন আলেমদের সংবর্ধনা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ১৬ জানুয়ারি ২০২৬

নবীন আলেমদের সংবর্ধনা প্রদান

নবীন আলেমদের সংবর্ধনা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় নগর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. আবুল হাশিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর-এর সঞ্চালনায় নবীন আলেম সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক কিংবদন্তিতুল্য অধ্যায়। এই যুগান্তকারী ইতিহাস রচনায় জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। আলেম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহিদ এবং ৩০ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আলেম সমাজের বলিষ্ঠ নেতৃত্বে ছাত্রসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। দেশের মানুষ আলেমদের নেতৃত্ব দেখতে চায় এবং আলেমদের মাধ্যমেই সমাজ গঠন করতে আগ্রহী। আলেমরাই এ দেশের সূর্য সন্তান উল্লেখ করে তিনি ইসলামের সোনালি যুগ পুনরুদ্ধারে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক হাফেজ্জি হুজুর বলেছিলেন—এটি জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীরা রাজপথে রক্ত ঢেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, ২০১৩ সালের শাপলা চত্বর থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আলেম সমাজ নির্যাতিত ও শহিদ হয়েছেন। শতাধিক আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন, অনেকেই অঙ্গ হারিয়েছেন। এই ত্যাগ কখনো জাতি ভুলবে না।

সভাপতির বক্তব্যে মুহা. আবুল হাশিম বলেন, “আজ যারা সংবর্ধিত হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই। ভবিষ্যতে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা রাখি, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুহা. মেহেদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেনসহ সাবেক ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক এম. মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক মুহা. আবরারুল করিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা. সাইম হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক শাহ মুহা. ছগির হোসেন, কওমী মাদরাসা সম্পাদক শেখ মুহা. রুহুল আমিন, আলিয়া মাদরাসা সম্পাদক মুহা. জিহাদ হাসান, স্কুল ও কলেজ সম্পাদক মুহা. কাউসার আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহা. হাসিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য মুহা. আলিফ রহমান ফাহাদ।

অনুষ্ঠান শেষে নবীন আলেমদের সম্মাননা প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।