ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান ও পারভেজ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মনজুর হোসেনসহ দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা বক্তব্যে বলেন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে শান্তিপূর্ণভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

