শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪২, ১৬ জানুয়ারি ২০২৬

শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ

ফাইল ছবি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টা থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে পুঁজির শোষণের অবসান, শ্রমের মর্যাদাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করা, সকল শ্রমজীবীর কর্মসংস্থান, আইনি সুরক্ষা, জীবনধারণ উপযোগী মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বক্তব্য দেওয়া হয়। সমাবেশে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু নাঈম খান বিপ্লব। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব বুলবুল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. সেলিম মাহমুদ, রিরোলিং স্টিল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. এসএম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শরিফ, শ্রমিক নেতা মো. জামাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বৈষম্য নিরসনের আশায় সারা দেশের গার্মেন্টস শ্রমিকরা গণ-আন্দোলনে অংশ নিলেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে কথা বললেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ব্যবহার করে আন্দোলন দমন করা হচ্ছে। বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখলেও তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট অতিক্রম করে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।