শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাদী হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার অবস্থান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ১৬ জানুয়ারি ২০২৬

হাদী হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার অবস্থান 

অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং সংগ্রামী বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া বিজয়স্তম্ভে জেলা ছাত্র জনতার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন তোলারাম কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন নিট ফেব্রিক নিটিংয়ের মালিক মো. শাহেদ, তোলারাম কলেজের শিক্ষার্থী মাহাদি হাসান জিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থানের মাধ্যমে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যার দ্রুত বিচার দাবি করেন।

কর্মসূচির শেষে চাষাঢ়া বিজয়স্তম্ভ ও আশপাশের দোকান ও যানবাহনের চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।